এই মুহূর্তে জেলা

মুগ্ধ কানাডার বাঙালি দম্পতি , রিক্সাচালকের সততায় তাঁকে কিনে দিলেন নতুন রিক্সা ।

হাওড়া , ৭ ফেব্রুয়ারি:- জানা গেছে, গত ৯ জানুয়ারি রাস্তায় পড়ে থাকা একটি টাকার ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন বালির এক রিক্সাচালক তারক মোদক। সেই ব্যাগে নগদ প্রায় ৩৪ হাজার টাকা ছিল। বাড়ি ফিরে ওই ব্যাগ থেকে ১৩ হাজার টাকা নিয়ে একটি রিক্সা কিনেছিলেন তিনি। কিন্তু যে মহিলার টাকার ব্যাগ হারিয়ে গিয়েছিল তিনি বালি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তারকবাবুকে সনাক্ত করে। সেদিনই বাড়ি থেকে তাঁকে থানায় নিয়ে আসা হয়। সেখানে তারক ব্যাগ পাওয়ার কথা স্বীকার করেন। এরপর তিনি রিক্সা ফেরত সমেত ১৩ হাজার টাকা নিয়ে এসে পুরো টাকাই পুলিশের হাতে তুলে দেন।

বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেন কানাডার টরেন্টোর বাসিন্দা অরূপ কুমার রায় এবং তাঁর স্ত্রী কেয়া দেবী। রিক্সা চালকের সততায় মুগ্ধ হন তাঁরা। এই সততায় মুগ্ধ হয়ে ওই রিক্সাচালককে সাহায্যের জন্য তাঁরা এগিয়ে আসেন। রবিবার বালি থানা মারফত নতুন রিক্সার ব্যবস্থা করে দেন তাঁরা। অরূপ কুমার রায় ও তাঁর স্ত্রী কেয়া রায় রিক্সাটি কিনে দেন। কলকাতার ঢাকুরিয়ায় থাকা অরূপবাবুর এক আত্মীয় অমিত রায়ের মাধ্যমে রিক্সাটি কিনে বালি থানার আইসি সঞ্জয় কুন্ডুর হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, রবিবার টরেন্টো থেকে এক ভিডিও বার্তায় ওই বাঙালি দম্পতি জানান, আশা করা যায় ওই নতুন রিক্সাটি তারকের জীবন পাল্টে দেবে। ওঁর পরিবার ভালো থাকবে।