এই মুহূর্তে জেলা

সারদায় ছকোটি টাকা নিয়েছে শুভেন্দু অধিকারী , তাকে কেন সিবিআই গ্রেফতার করবে না প্রশ্ন কল্যাণের।


হুগলি , ৭ ফেব্রুয়ারি:- সরকারি টাকায় বিজেপির রাজনৈতিক অনুষ্ঠান, হলদিয়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচী নিয়ে তীব্র নিন্দা করলেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। কৃষকদের আন্দোলন নিয়ে মোদি অমানবিক বলেও অভিযোগ করেন। সারদায় ছকোটি টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী তাকে কেন সিবিআই গ্রেফতার করবে না প্রশ্ন তোলেন। জেপি নাড্ডার রথযাত্রা নিয়ে বলেন, নাড্ডা, মোদি এখন বেশি বাঙালী হয়ে গেছে। এবার নরেন্দ্র মোদি বিশ্বাস, আর জেপি নাড্ডা সাহা হয়ে যাবে। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের বিরুদ্ধে গদ্দার স্লোগান ওঠে মিছিল থেকে। রামনবনীর আগে তোর সঙ্গে দেখা হবে, পিষে দেবো পিষে দেবো, দেখা হবে দেখা হবে খেলার মাঠে দেখা হবে স্লোগান কল্যাণের মিছিলে।

অভিষেক যা বলেছে ঠিক বলেছে, আমি সমর্থন করি কারণ মানুষের সহ্য করার সীমা থাকে, আজ হুগলির উত্তরপাড়া থেকে কোন্নগর পর্যন্ত একটি মিছিল হয় যে মিছিলে সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন প্রধানমন্ত্রী মোদি, নাড্ডা এদের উচিত বাঙালি পদবী গ্রহণ করা যদিও এরা বাঙালি বিদ্বেষী। একই সাথে বিজেপিতে সদ্য যোগ দেয়া উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালকে গোবর জল দিয়ে শুদ্ধ করার নিদান দেন। পাশাপাশি হুমকি দেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে। শুধু বিজেপি নেতৃত্বের সমালোচনা নয় একই সাথে তিনি পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন যদিও এ বিষয়ে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল জানান আমরা নোংরা রাজনীতিতে বিশ্বাসী নই তবে ওনার সাথে মিছিলে যারা হাঁটছে তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে, ভোটবাক্সে তারা জবাব দেবে।