রিংকা পাত্র , ৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পেশ করা ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ৪ মাসের ভোট অন একাউন্ট বাজেটের উপর আজ বিধানসভায় আলোচনা হয়। আলোচনা শুরু করে কংগ্রেস বিধায়ক কমলেশ চ্যাটার্জি বাজেটের বিরোধিতা করে বলেন, আগামী নির্বাচনের দিকে তাকিয়েই এই বাজেট করা হয়েছে। মানুষকে বোকা বানানো হচ্ছে। বার্ধক্য ভাতার অর্থের পরিমান অত্যন্ত কম। কৃষক ফসলের দাম পাচ্ছে না। ১০ কোটি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ১৫০০ কোটি টাকা পর্যাপ্ত নয়। কর্মসংস্থানের হাল অত্যন্ত খারাপ। আলোচনায় অংশ নিয়ে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, বাজেটে ঘোষিত নতুন প্রকল্পের জন্য অর্থের কোনো সংস্থান নেই।
একাধিক নতুন উড়ালপুল তৈরি হলেও পোস্তা উড়ালপুল নিয়ে কেন কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। ভোটের মুখে তাজপুর বন্দর ও দেউচা পচামি কয়লা খনি প্রকল্প নিয়ে সরকার কথা বলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সোশ্যাল অডিট এই সরকার তুলে দিয়েছে। নির্বাচনের দিকে তাকিয়েই এই সরকার ছাত্র ছাত্রীদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল কংগ্রেসের স্নেহাসিস চক্রবর্তী বাজেট প্রস্তাবকে সমর্থন করে বলেন, এই সরকারের গ্রামীন রাস্তার উন্নতি হয়েছে, শিক্ষার প্রভূত উন্নতি হয়েছে, সমাজের সর্বস্তরের মানুষের জন্য উন্নয়ন করা হয়েছে। সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য, তৃনমূল কংগ্রেসের কল্লোল খাঁ, নার্গিস বেগম, ফেরদৌসী বেগম, শ্যামল মন্ডল, সমীর কুমার জানা ,শেখ শাহনায়েজ, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, গোর্খা জনমুক্তি মোর্চার রোহিত শর্মা বাজেটের উপর আলোচনা করেন।