এই মুহূর্তে কলকাতা

সরস্বতী পুজোর পরেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন।

কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- সরস্বতী পুজোর পরেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। তার কারণ আগামী ১১ ই ও ১২ ই ফেব্রুয়ারি তামিলনাড়ু এবং ১৩ ই ও ১৪ ই ফেব্রুয়ারি কেরালা যাচ্ছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারা দিল্লী ফিরবেন ১৫ ই ফেব্রুয়ারি। ১৬ ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। কমিশন সূত্রে খবর তারপরেই যে কোনো দিনই ঘোষণা হতে পারে নির্বাচনের নির্ঘণ্ট। অন্যদিকে এবার কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের দায়িত্ব সিআরপিএফ না রাজ্য পুলিশের ওপর থাকবে তা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বাহিনী নিয়ে যা যা তথ্য চেয়েছিল কমিশন বৃহস্পতিবার তা সবকিছুই কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং নির্বাচন কমিশন তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর।

শুক্রবার বেলা এগারোটা থেকে রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করবেন সিইও এবং অন্যান্য আধিকারিকেরা। ভোটের আগে কোভিদ নিয়ে কতটা প্রস্তুত এবং ভোটের দিন কিভাবে কাজ করতে হবে সেটা নিয়ে বিশেষ আলোচনা করবেন সিইও ও অন্যান্য আধিকারিকেরা। পাশাপাশি কমিশন জানিয়েছে এবারের নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ফিস দিতে পারবেন যে কোনো প্রার্থী। এদিকে বৃহস্পতিবারও কমিশনের তরফে থেকে নতুন নাম এসে পৌঁছায়নি অপসারণ হওয়া তিন আধিকারিকের জায়গায়। যদি মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন এই সপ্তাহেই নাম পাঠাবে নির্বাচন কমিশন। অন্যদিকে বৃহস্পতিবার বেলা তিনটে থেকে সব এজেন্সি গুলোর সঙ্গে বৈঠক করবেন সিইও এবং অন্যান্য আধিকারিকেরা এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।