এই মুহূর্তে জেলা

বেআইনি নিষিদ্ধ ওষুধের রমরমা কারবার , হাওড়া গোয়েন্দা পুলিশের জালে ২।

হাওড়া , ৪ ফেব্রুয়ারি:- জনবহুল এলাকার মধ্যেই একটি বাড়িতে রমরমিয়ে চলছিল বেআইনি নিষিদ্ধ ওষুধ বিক্রির চক্র। গোপন সূত্রে খবর পেয়ে সেই বাড়িতে হানা দেয় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ ওষুধ। বেআইনি এই নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে দুজনকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার অঙ্কুরহাটিতে। সেখান থেকে উদ্ধার হওয়া ওষুধ সিটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।পুলিশ জানিয়েছে, অঙ্কুরহাটির একটি জনবহুল এলাকায় নিজামউদ্দিন নামের এক ব্যক্তি অনেকদিন ধরেই চালাচ্ছিলেন বেআইনি ওই নিষিদ্ধ ওষুধের কারবার। কয়েকদিন আগে গোপন সূত্রে পুলিশের কাছে এই খবর আসে। খবর পেয়ে ঘটনার তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তর।

গত মঙ্গলবার স্থানীয় থানাকে সঙ্গে নিয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দপ্তর অঙ্কুরহাটিতে নিজামউদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় ৭ হাজার পিস নাইট্রোসান-১০ ট্যাবলেট এবং প্রচুর পরিমাণে কাশির সিরাপের বোতল। উদ্ধার হওয়া সব ওষুধই নিষিদ্ধ বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া সমস্ত ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে নিজামুদ্দিন সহ মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এত বিপুল পরিমাণে এই ধরনের ওষুধ ( সাইকোট্রপিক সাবস্টেন্স ) কোথা থেকে এরা সংগ্রহ করল সেই নিয়ে ধন্ধে পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে আনা হলে তাদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।