এই মুহূর্তে জেলা

বামেরা ক্ষমতায় ফিরে এসে সিঙ্গুরের মাঠেই প্রথম বৈঠক করবেন মন্ত্রিসভার – সুজন চক্রবর্তী।

হুগলি , ৩ ফেব্রুয়ারি:- সিঙ্গুরে কারখানার প্রতীকী শীলান্যাস করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন সিঙ্গুরে প্রতীকী শিলান্যাসের মধ্যে দিয়ে বাংলায় শিল্পের দায়িত্ব পালন করবো। ২০২১ সালে ফিরে এসে সিঙ্গুরের মাঠে নতুন মন্ত্রীসভার বৈঠক হবে। নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিলেন সুজন চক্রবর্তী। এদিন কারখানার দাবিতে প্রথমে সিঙ্গুরের রতনপুর থেকে বন্ধ টাটা কারখানার এক নম্বর গেট অবধি সুজন চক্রবর্তীর নেতৃত্বে এক বিশাল মিছিল করে বামফ্রন্ট দলের নেতা কর্মীরা। এরপর বন্ধ টাটা কারখানার গেটে প্রতীকী নতুন কারখানার প্রতীকী শীলান্যাস করেন বামফ্রন্ট নেতৃত্ব। এরপর বক্তব্য রাখতে উঠে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কড়া ভাষায় আক্রমণ সানান রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। এদিন তিনি বলেন এবারের বিধানসভা ভোটে আসল লড়াই বিজেমুলের বিরুদ্ধে। কারণ এখন তৃণমূল আর বিজেপি প্রায় এক। কেন্দ্রে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি।

আর রাজ্যে দিন দিন বেকার সংখ্যা বাড়ছে। কর্মসংস্থান নেই রাজ্যে।সিঙ্গুরে দাঁড়িয়ে সিঙ্গুরে শিল্প ধ্বংস করার জন্য রাজ্যের তৃণমূল সরকারকে একহাত নিয়ে সুজন চক্রবর্তী আরো বলেন সিঙ্গুরে এসে মুকুল রায় বলেছেন তাদের তখন ভুল হয়েছিল। কিন্তু সেই সময় বিজেপির রাজনাথ সিং মমতার পাশে থেকে শিল্প ধ্বংস করতে সাহায্য করেছিল। কিন্তু কেউ অফিসিয়াল বলছেন না। মুখ্যমন্ত্রী এখন ভোটের মুখে বলছেন সিঙ্গুরে কারখানা হবে কিন্তু যে ধ্বংস করে সে তৈরি করতে পারেনা। কিন্তু বামফ্রন্ট ক্ষমতায় এসে দেখিয়ে দেবে এই সিঙ্গুরকে বাঁচিয়ে তুলতে পারে বামপন্থীরা। এছাড়াও মতুয়াদের নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করে বলেন মতুয়াদের নিয়ে শুধুই রাজনীতি করছে তৃণমূল আর বিজেপি। আর বিজেপি যেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন দিতে পারেনা তারা পরিযায়ী নেতাদের জন্য প্লেন পাঠাচ্ছেন।