এই মুহূর্তে কলকাতা

খুব তাড়াতাড়িই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে।

কলকাতা , ২ ফেব্রুয়ারি:- নির্বাচনের দামামা বেজেছে অনেক আগেই। এখন অপেক্ষা শুধু নির্ঘণ্ট প্রকাশের। তবে যেভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব উঠে পড়ে লেগেছেন তাতে এটা স্পষ্ট যে খুব তাড়াতাড়িই নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে। তার কারণ, মঙ্গলবার তিনি রাজ্যের সব জেলাশাসকদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন এবং সেখান তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত বুথে এখনো পর্যন্ত জল লাইট পাখা এবং টয়লেটের ব্যবস্থা নেই সেখানে অবিলম্বে এই কাজগুলো শেষ করতে হবে। পাশাপাশি তিনি প্রত্যেক জেলাশাসককেই নির্দেশ দিয়েছেন আগামী ১০ই ফেব্রুয়ারির মধ্যে সব রিপোর্ট পাঠাতে হবে তাঁর দফতরে।

এই জায়গা থেকেই সকলেই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছেন চলতি মাসের যে কোনো দিনই ঘোষণা করা হতে পারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তবে সোমবার রাজ্যের তিনজন আধিকারিক কে সরিয়ে দেওয়া হলেও মঙ্গলবারও তাঁদের কোন পদে বহাল করা হলো তার কোনো নির্দেশিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর, শৈবাল বর্মন কে রাজ্য সরকার নবান্নে স্বরাষ্ট্র দফতরে নিয়োগ করতে চলেছে। যদিও মঙ্গলবার পর্যন্ত এবিষয়ে কোনো নির্দেশিকা জারি করা হয়নি উভয় তরফে। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই তিন পদে কারা যোগ দেবেন সে নিয়েও নির্বাচন কমিশনও কোনো নির্দেশিকা জারি করেনি। তবে খুব তাড়াতাড়িই যে এই সমস্যার সমাধান হবে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।