এই মুহূর্তে জেলা

দু’দিন ধরে রাজ্যব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চ।

সুদীপ দাস , ২ ফেব্রুয়ারি:- সমকাজে সমবেতনের দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার এবং বুধবার দু’দিন ধরে রাজ্যব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকাকর্মী ঐক্য মঞ্চ। নিজেদের দাবীদাওয়া রাজ্য সরকারকে জানিয়েও কোন কাজ না হওয়ায় গত মাসের ২২তারিখ কোলকাতার বিদ্যুৎ ভবনের সামনে তাঁরা ধর্নায় বসে। অভিযোগ রাত ১০টা নাগাদ বিধাননগর থানার পুলিশ অবস্থানরত শ্রমিকদের উপর ব্যাপক লাঠিচার্জ করে। ৪১জন শ্রমিককে মিথ্যা মামলায় ফাঁসানো হয় বলে অভিযোগ। এরই প্রতিবাদে দু’দিনব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী শ্রমিকরা।

এরফলে আজ হুগলি জেলার প্রায় পত্যেকটি সেক্টর অফিসে উপস্থিত হলেও কাজে যোগ দেয়নি অস্থায়ী শ্রমিকরা। চন্দননগর জ্যোতির মোড়ের সেক্টর অফিসের সামনে অস্থায়ী শ্রমিকরা জমায়েত হয়ে অবস্থানে বসে। তাঁদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অবিলম্বে তাঁদের নুন্যতম বেতন ২১ হাজার টাকা করতে হবে। পাশাপাশি চুক্তিভিত্তিক প্রত্যেক কর্মীর প্রভিডেন্ট ফান্ড ও ইএসআইয়ের দাবী তোলেন তাঁরা। এদিনের কর্মবিরতির জেরে জেলায় বাড়ি-বাড়ি মিটার রিডিং সহ কম্পিউটারাইজড বিল প্রদানের ব্যাবস্থাও বন্ধ ছিলো। তবে কর্মবিরতির মধ্যে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় হলে কি হয় এখন সেটাই দেখার!