এই মুহূর্তে জেলা

পুলিশ কমিশনার থেকে পদত্যাগ করলেন হুমায়ুন কবীর , তবে কি রাজনীতিতে আসতে চলেছেন তিনি !

হুগলি , ২৯ জানুয়ারি:- পদত্যাগ করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। তাঁর পরিবর্তে দায়িত্ব নিচ্ছেন গৌরব শর্মা। সূত্র মারফত জানা যাচ্ছে আগামিকাল সকাল ১০ টার মধ্যেই দায়িত্ব বুঝে নেবেন গৌরব শর্মা। রিলিজ দেওয়া হবে হুমায়ুন কবীরকে। যদিও কেন তিনি ইস্তফা দিলেন, তা এখনও স্পষ্ট নয়। তিনি কি রাজনীতিতে আসছেন তাও স্পষ্ট নয় এখনো। তবে তিনি জানান একদমই বেক্তিগত কারণে ইস্তফা দিয়েছি। আগামী ৩১ তারিখ পর্যন্ত আছি। অন্য কিছু কারণ আছে।

আমি এমনিতেই বই লেখার সঙ্গে যুক্ত। সেটার দিকেই বেশী নজর দেব। হুমায়ুন কবীরের স্ত্রী তৃণমূলে যোগ দিয়েছেন সেই বিষয়ের চন্দননগর এ সভা থেকে শুভেন্দু অদিকারী বলেছিলেন তৃণমূলের দলীয় টিকিটে বিধানসভা ভোটে দাঁড়াবেন। সেই বিষয় তিনি এড়িয়ে যান। তবে চাকরি ছাড়ার পর বলবেন কি কারণে ছাড়লেন। তবে রাজনৈতিক মহলের ধারণা হুমায়ুন কবীরও কি রাজনীতিতে আসতে চলেছেন। সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে হুগলিতে।