এই মুহূর্তে কলকাতা

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবী মুখ্যমন্ত্রীর

কলকাতা ,২৮ জানুয়ারি;- হয় কৃষক স্বার্থ বিরোধী তিন কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার নচেৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ।কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লী সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়ে এই দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজ কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আনা একটি সর্বদলীয় প্রস্তাবের উপরে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন লকডাউনের মধ্যে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র সরকার যে ভাবে এই বিল পাস করিয়েছে তা অগণতান্ত্রিক। কৃষক স্বার্থবিরোধী এই বিল প্রত্যাহারের দাবিতে কৃষকরা আন্দোলন করায় তাদের যেভাবে দেশদ্রোহী বলা হচ্ছে তার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বিজেপির আই টি সেল এই আন্দোলনকে ভুল ভাবে প্রচার করছে বলেও মুখ্যমন্ত্রী জানান।

গত ২৬ তারিখে দিল্লির ঘটনার জন্য পুলিশ দায়ী বলেও তিনি মন্তব্য করেছেন। কেন্দ্র কর্পোরেট ঋণ মুকুব করতে পারলে কৃষি ঋণ কেন মুকুব করবে না সেই প্রশ্ন তুলেছেন তিনি। আদর্শগত ভাবে মতবিরোধ থাকলেও সর্বসম্মত ভাবে আনা এই কৃষি আইন বিরোধী প্রস্তাব সমর্থন করার জন্য মুখ্যমন্ত্রী বাম ও কংগ্রেস পরিষদীয় দলের কাছে আবেদন জানান। এই দিন সভার শুরুতে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রস্তাবটি উত্থাপন করেন। আলোচনায় অন্যান্যদের মধ্যে কংগ্রেসের সুখোবিলাস বর্মা, সিপিএমের সুজন চক্রবর্তী, কৃষিমন্ত্রী আসিস ব্যানার্জি, ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রামজ অংশ নেন। পরে ভোটাভুটিতে প্রস্তাবটি অনুমোদিত হয়। প্রস্তাবের পক্ষে ১০১টি ভোট পড়ে।