এই মুহূর্তে কলকাতা

শহরে হবে দীর্ঘ সাইকেল পথ , পরিকল্পনা কেএমডিএ-র।

কলকাতা , ২০ জানুয়ারি:- শহরের রাজপথে পরিবেশবান্ধব সাইকেলের চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। শহরের চৌদ্দটি প্রধান রাস্তাকে যুক্ত করে শহরের ১১৪ টি ওয়ার্ডের একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ এই সাইকেল পথ তৈরি করতে কে এম ডি এ একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। লকডাউন এর সময় দিল্লি ভিত্তিক একটি সংস্থা কে দিয়ে এ ব্যাপারে বিস্তারিত সমীক্ষা করা হয় তাদের রিপোর্টের ভিত্তিতেই শহরে বিকল্প যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।সংস্থার তরফ থেকে একটি পাওয়ারপয়েন্ট প্রজেক্টে এর বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। কলকাতায় সাইকেল লেন তৈরি এবং সাইকেল ব্যবহার কতটা বিজ্ঞানসম্মত ভাবে বাড়ানো সম্ভব, তা নিয়ে পুলিশ, কলকাতা পুর নিগম, কেএমডিএ-সহ সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের নিয়ে একটি কমিটি গড়া হয়েছে। কেএমডিএ-র প্রাথমিক খসড়া খতিয়ে দেখে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান হয়েছে।

করোনা পরিস্থিতিতে দূরত্ববিধি মেনে গন্তব্যে পৌঁছতে সাইকেল ব্যবহারের উপর জোর দিচ্ছে সাইকেলপ্রেমী সংগঠনগুলি। পাশাপাশি শহরের দূষণমাত্রাও অনেকটা কমবে বলেও পুলিশ ও প্রশাসনের কাছে জানিয়েছে এই সংগঠনগুলি। এর প্রেক্ষিতেই আপাতত কলকাতার ছোট রাস্তা ও গলিতে সাইকেল চালানোয় ছাড় দিয়েছে কলকাতা পুলিশ। যদিও , বড় রাস্তা বা উড়ালপুলে সাইকেল চালানো নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। সাইকেলপ্রেমীরা বলেন তারা চায়, যাতে আরও বেশি সংখ্যক সাইকেল রাস্তায় এবং শহরের বিভিন্ন স্থানে ও কর্মস্থলে পৌঁছতে সাইকেলের ব্যবহার আরও বাড়ানো হয়। এর ভিত্তিতেই গুরুত্বপূর্ণ কেএমডিএ-র এই রিপোর্ট।এতে শহরের দূষণমাত্রাও অনেকটা কমবে বলেও বারবার পুলিশ ও প্রশাসনের কাছে জানিয়েছে পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলি।