এই মুহূর্তে জেলা

ফের অমিত মিত্রকে কমিশন মিত্র বলে তোপ অর্জুনের

ব্যারাকপুর , ২০ জানুয়ারি:- ফের রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে তোপ দাগলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বুধবার সন্ধেতে তিনি খড়দহের কল্যাননগর স্কুলের সামনে বিজেপির এক যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রীকে ফের কমিশন মিত্র বলে কটাক্ষ করেন। তার দাবি খড়দহ এলাকায় তালিবানি শাসন চলছে। শাসকদলের নেতাদের মদতে খড়দহ বিধানসভার পঞ্চায়েত এলাকায় একের পর এক জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। অপরদিকে কিছু নেতা তো শহরটাকেই বেচে দিচ্ছেন। আর ওপর থেকে বসে বসে অমিত মিত্র তা দেখছেন। এদিন সাংসদ অর্জুন সিং আরও বলেন,খড়দহ এলাকায় বর্ধিষ্ণু মানুষের বসবাস। বাংলার বুকে খড়দহের একটা সুনাম আছে। আর সেই জায়গায় শাসকদলের নেতাদের উপস্থিততে প্রকাশ্যে বোমাবাজি চলছে। তাতে খড়দহের সুনাম নষ্ট হচ্ছে। এলাকার পুরসভা এবং পঞ্চায়েত সমিতিতে সব লম্পটদের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।

যার পরিণাম দেখছে খড়দহের বাসিন্দারা। আর সব কিছু জেনেও ওপর থেকে বসে বসে তামাশা দেখছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। সাংসদের কথায় নিজের এলাকার ডাকাতদের দেখতে পাচ্ছেন না অমিত মিত্র। যেমন মমতা বন্দোপাধ্যায় নিজের ভাইপোকে দেখতে পান না। এদিনের সভা থেকে সাংসদ পুলিশকে রীতিমত হুশিয়ারি দিয়ে বলেন,আপনারা আইনি ব্যাবস্থার মধ্যে থেকে কাজ করুন। যদি তা না করেন,আগামী দিনে তার ফল ভুগতে হবে। খড়দহ মন্ডল-২ এর উদ্যোগে আয়োজিত এদিনের যোগদান সভায় তৃণমূল,সিপিএম,কংগ্রেস থেকে প্রায় সাড়ে নয়শো কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ অর্জুন সিং। এদিনের সভায় উপস্থিত ছিলেন,উত্তর শহরতলির জেলার সভাপতি কিশোর কর,রাজ্য নেতা শ্রমিক ভট্টাচার্য,সব্যসাচী দত্ত,খড়দহ মন্ডল ২ এর সভাপতি স্বপন দে সহ অন্যান্য নেতৃত্বরা।