এই মুহূর্তে জেলা

জগদ্দলের নেতাজী নগর কলোনীতে বিজেপি কার্যালয়ে ভাঙচুর , অভিযুক্ত তৃণমূল।

ব্যারাকপুর, ১৯ জানুয়ারি:- জগদ্দল থানার ২৩ নম্বর ওয়ার্ডের নেতাজী নগর কলোনিতে বিজেপির একটি দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। অভিযোগ,সোমবার রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়েছে। এমনকি কার্যালয়ের অফিসে থাকা টিভি,চেয়ার,টেবিলও ভাঙচুর করেছে তারা। যদিও তৃণমূলের দাবি, ওদের গোষ্ঠী দ্বন্দের জেরে পার্টি অফিস ভাঙচুর হয়েছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিজেপির যুব নেতা তথা ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান সৌরভ সিংয়ের অভিযোগ,তৃণমূলের হার্মাদরা রাতের অন্ধকারে চোরের মত বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। তিনি এদিন চ্যালেঞ্জ জানিয়ে বলেন,যদি সাহস থাকে ওরা দিনের বেলা করে দেখাক। তার দাবি পাল্টা দেবার জন্য তারা তৈরি আছেন।

ওদের পায়ের তলার মাটি আলগা হয়ে গেছে,তাই ওরা রাতের অন্ধকারে বিজেপি অফিসে হামলা চালাচ্ছে। স্থানীয় আর এক বিজেপি নেতা সমীর দত্তের অভিযোগ,স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে বিজেপির দলীয় কার্যালয়ে ভাংচুর চালানো হয়েছে। প্রতিদিনই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা আমাদের বিভিন্ন দলীয় কার্যালয়ে হামলা চালাচ্ছে। তার দাবি বিজেপির বারবারন্ত দেখেই তৃণমূল ভয় পেয়ে এই ধরনের কাজ করছে। ওরা যত আমাদের কার্যালয় ভাংচুর করবে ততই বিজেপির লাভ হবে। তার দাবি গনতান্ত্রীক প্রদ্ধতিতেই আগামী নির্বাচনে আমরা এর মোকাবিলা করব। এদিকে তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন,বিদায়ী তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। তার দাবি অর্জুন সিং বিজেপিতে যোগ দেবার পর আমাদের কিছু কিছু ছেলে বিজেপিতে যোগ দিয়েছিল। ওরাই এই কান্ডকারখানার সঙ্গে জড়িত। তার দাবি ওদের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।