এই মুহূর্তে জেলা

রেঁধে খাওয়া উৎসবে শামিল বলাগড়ের প্রায় ১০০ টির বেশি পরিবার।

>

হুগলি , ১৯ জানুয়ারি:- হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত দক্ষিণ গোপালপুরে স্থানীয় বাসিন্দারা রীতি মেনে আনুমানিক ২০০ বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে মা রক্ষাকালী পূজার মধ্যে দিয়ে। পুজো দেওয়ার পরে রেঁধে খাওয়া উৎসব হয় সকল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় ১০০ টির বেশি পরিবার এই উৎসবে শামিল হন। আতপ চালের ভাতের পাশাপাশি নানান রকম জিনিস নিরামিষভোজী রান্না হয়। দক্ষিণ গোপালপুর এলাকার মানুষজনেরা ঐক্যবদ্ধ হয়ে এই উৎসব কে পালন করে। দীর্ঘদিনের ঐতিহ্যকে মেনে পুজোর পাশাপাশি রেধে খাওয়া অনুষ্ঠান হয়। এই বর্তমান পরিস্থিতির মধ্য দিয়েও এই উৎসবকে মানুষ ভোলেনি। ছোট থেকে বড় সকলেই আনন্দ মুখর হয়ে এই উৎসবকে আগামী দিনেও বই নিয়ে যাবে বলে জানা যায়। এই উৎসবের মধ্যে উপস্থিত হয়েছিলেন বলাগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ঘোষ। তিনিও শামিল হয়ে এই উৎসবকে পালন করলেন।