এই মুহূর্তে কলকাতা

আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের শিথিলতা বরদাস্ত করা হবে না , কড়া বার্তা দিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ্ত জৈন।

কলকাতা , ১৩ জানুয়ারি:- আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনের কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে কড়া বার্তা দিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ্ত জৈন। এক মাসের ব্যবধানে ফের বুধবার রাজ্যে আসেন উপমুখ্য নির্বাচন কমিশনার। এদিন কলকাতার একটি পাঁচতারা হোটেলে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন তিনি। দুটি পর্বে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাশাসক পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন সুদীপ জৈন। এই বৈঠকে বিশেষ গুরুত্ব পায় আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছ থেকে রিপোর্ট নেন তিনি।

উল্লেখ্য গত মাসেও রাজ্যে এসে জেলাশাসক পুলিশ সুপার ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে গেছিলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার। আইনশৃঙ্খলাজনিত বিষয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন তিনি। এক মাসের মধ্যে প্রশাসন কি কি ব্যবস্থা নিয়েছে বৈঠকে সুদীপ জৈন তা জানতে চান বলে সূত্রের খবর। ফিরে গিয়ে এ নিয়ে কমিশনকে রিপোর্ট দেবেন তিনি। তারপরই রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ। রাজ্য বিধানসভা ভোট এগিয়ে আনা হতে পারে বলেও নির্বাচন কমিশন আভাস দিয়েছে পুলিশ সূত্রের খবর। কমিশন সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট পর্ব এপ্রিলের মধ্যে সেরে ফেলতে চায় কমিশন।