এই মুহূর্তে কলকাতা

বাংলার মনীষীদের ভোটের জন্য ব্যবহার করতে চাইছে বিজেপি – ব্রাত্য বসু।

কলকাতা , ১১ জানুয়ারি:- ভোট বড় বালাই। তাই বাংলার মনীষীদের ভোটের স্বার্থে ব্যবহার করতে চাইছে বিজেপি। বিজেপিকে আক্রমণ করে এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। রবীন্দ্রনাথের জন্মস্থান শান্তিনিকেতনে বলার পর এবার মহাপ্রভু শ্রীচৈতন্যকে নিয়েও ভুল তথ্য দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, বাংলার মনীষীদের ভোটের জন্য ব্যবহার করতে চাইছে বিজেপি। মনীষীদের সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন বিজেপি নেতারা। শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দকে ব্যবহার করছে বিজেপি। ব্রাত্য বসুর দাবি, আমরা বাংলার মনীষীদের ভুলতে বসেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১০ বছরে মনীষীদের সম্মান জানিয়েছেন। মনীষীদের আদর্শ ও ঐতিহ্যকে পুনর্জীবিত করেছেন।

মুখ্যমন্ত্রী সব ধর্মকে শ্রদ্ধা করেন। তাই তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। স্বামী বিবেকানন্দের চেতনাকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করার আহবান জানিয়েছেন ব্রাত্য। স্বামী বিবেকানন্দের স্মরণে রাজ্য সরকার কি কি করেছে তার বিস্তারিত তালিকা তুলে ধরেন তিনি। স্বামীজীর জন্ম জয়ন্তী স্মরণে প্রতিবছর ১০-১২ জানুয়ারি বিবেক চেতনা উৎসব পালিত হয় রাজ্যে। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভাষণ দিয়েছিলেন ওই দিনটি সম্প্রীতি দিবস হিসেবে পালিত হয়। স্বামীজির ভাষণের ১২৫ বছর পূর্তি উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিকাগো যেতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলেন ব্রাত্য। তাঁর আরো প্রশ্ন, সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শেষ মুহূর্তে বাতিল করা হয়েছিল। এগুলো কে বাধা দিচ্ছে?