কলকাতা , ১১ জানুয়ারি:- মানুষের আবেগের কথা ভেবে এবছর অতিমারী পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেওয়া হলেও সেখানে যাতে কোভিড বিধি মান্য করা হয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কলকাতার আউটরাম ঘাট সংলগ্ন শিবির থেকে গঙ্গাসাগর মেলার সূচনা করে তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু বন্ধ হয়ে গেলেও তার সরকার কোনো কিছু বন্ধ করার পক্ষপাতি নয়। গঙ্গাসাগর মেলার সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। সে কারণে সব রকমের সাবধানতা অবলম্বন করে মানুষকে পুণ্য লাভের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
গঙ্গাসাগর গামী সমস্ত বাসে যাতে সমস্ত পুণ্যার্থীদের মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যবস্থা রাখা হয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। সাগরের পথে নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর একটি করে হেল্প ডেস্কও তিনি চালু করতে বলেছেন। করোনা অতিমারী র প্রেক্ষিতে যেসব মানুষ এবার সাগরে আসতে পারবেন না তাদের জন্য রাজ্য সরকারই স্নানের ব্যবস্থা করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। এর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে মানুষ মাত্র ১২৫ টাকার বিনিময়ে গঙ্গাসাগরের পবিত্র জল এবং প্রসাদ বুক করতে পারছেন। অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিশিষ্টরা স্বামী বিবেকানন্দ র জন্ম দিবসের প্রাক্কালে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর এবং উত্তর কলকাতা কাশীপুরে দুটি নতুন দমকল কেন্দ্রের ও সূচনা করেন।