এই মুহূর্তে জেলা

গড়লগাছার বহিস্কৃত পঞ্চায়েত প্রধান নিয়ে তৃণমূলের পূর্ত কর্মদ্ধক্ষের কর্মসূচি , প্রতিবাদে সরব মানুষ


হুগলি , ৭ জানুয়ারি:- জেলার চন্ডীতলা বিধানসভা এলাকার গড়লগাছা পঞ্চায়েতের প্রধান মনোজ সিংহকে আমফন দুর্নীতিতে নাম জড়ানোর কারনে দল থেকে বহিস্কার করেছিল তৃণমূল নেতৃত্ব।কিন্তু গতকাল দেখা যায় বহিস্কৃত তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে সাথে নিয়ে পথশ্রী প্রকল্পের অনুষ্ঠান করছেন জেলাপরিষদের পূর্তকর্মাধক্ষ সুবীর মুখার্জী। এরপরেই দেখা যায় এদিন তার প্রতিবাদে চন্ডিতলা এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার মেরে প্রতিবাদে সামিল হয় বিজেপি। মুলত আমফন এর ক্ষতিপূরণ দেওয়ার সময় গড়লগাছা পঞ্চায়েত প্রধান মনোজ সিংহ এর বিরুদ্ধে অভিযোগ ওঠে সে সেই ক্ষতিপূরণের তালিকায় তার স্ত্রীর নাম নথিভুক্ত করিয়েছেন।

সেই খবর প্রকাশ্যে আসতেই তাকে দল থেকে বহিস্কার করে তৃণমূল। কিন্তু গতকাল আবার বহিস্কৃত তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে সাথে নিয়ে পূর্তকর্মাধক্ষ সুবীর মুখার্জী অনুষ্ঠান করায় প্রশ্ন উঠতে শুরু করেছে যে পরোক্ষ ভাবে তৃণমূল কি সেই দূর্ণীতিকেই প্রশ্রয় দিয়ে ফেলছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীর মধ্যে। সরব হয়েছে বিজেপি দলের নেতা কর্মীরাও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা দেবাশীষ মুখোপাধ্যায় বলেন,তৃণমূল দলে যে অন্যায় করবে দল তার পক্ষ নেবে। এখন তৃণমুলের স্লোগান হলো “অন্যায় যেখানে তৃণমূল সেখানে। তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, চন্ডীতলার বিষয়টি আমার নজরে এসেছে, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবো ,সাংগঠনিক ভাবেই এর সমাধান করতে হবে।