এই মুহূর্তে কলকাতা

ধর্ষণ কান্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির ফাঁসির দাবিতে মিছিল করল স্থানীয়রা

শিলিগুড়ি, ৬ জানুয়ারি:- বুধবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির আদিবাসী নাবালিকা ধর্ষণ কান্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির ফাঁসির দাবিতে মিছিল করল চা বাগানের শ্রমিক সহ স্থানীয়রা। এদিন মিছিলটি শুরু ফুলবাড়ি চা বাগান প্রাইমারি স্কুল মাঠ থেকে। এরপর মিছিলটি বাতাসির হাটখোলা হয়ে বাতাসির মোড়ে এসে পৌঁছায়। এবং সেই সময় বাতাসির মোড়ে চলছিল তৃণমূল কংগ্রেসের পথসভা। এরপর বাতাসি মোড়ে মিছিলটি পৌঁছাতেই বিক্ষুব্ধ মিছিলকারীরা অভিযুক্ত প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি ফাঁসির দাবি তৃণমূলের পথসভার সামনেই তুমুল বিক্ষোভ দেখাতা থাকেন।

সেই সময় আরও বেশি উত্তেজিত হয়ে পড়েন মিছিলকারীরা। এরপর ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এবং পরিস্থিতি বেসামাল হয়ে উঠে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছুটে পুলিশের। অবশেষে ঘন্টাখানেক পড় পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন মিছিলকারীরা। অপরদিকে এই পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এবং যানজট নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে।