এই মুহূর্তে জেলা

২০২১ সালে আবার তৃণমূল সরকার ক্ষমতায় আসবে – ত্বহা সিদ্দিকী।


হুগলি , ৩ জানুয়ারি:- ২০২১ সালে আবার তৃণমূল সরকার ক্ষমতায় আসবে। আজ ফুরফুরা শরীফে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন ফুরফুরা শরীফের ধর্মগুরু ত্বহা সিদ্দিকী। তিনি বলেন বাংলার মাটি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের ফুরফুরা শরীফের ধর্মগুরুদের ভূমি এখানে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান সম্প্রীতি সঙ্গে বাস করছেন তার শেকড় বহু দূরে পৌঁছে গেছে তাকে সহজে উপড়ে ফেলা যাবে না সাম্প্রদায়িক ভেদাভেদের কোন স্থান এখানে নেই। যদি থাকত তাহলে বিজেপি এর আগের নির্বাচনে ক্ষমতায় চলে আসতে পারতো, কারণ বাংলায় 70 শতাংশ হিন্দু এবং মুসলিম রয়েছেন 30%। আমাদের হিন্দু ভাইয়েরা সাম্প্রতিক সম্প্রীতিতে বিশ্বাস করে বলে ত্বহা জানান এই তৃণমূল দলের মধ্যে অনেক পচা আলু আছে, এই সমস্ত স্বার্থন্বেষী রা আস্তে আস্তে দল ছেড়ে চলে যাচ্ছে এদের যতক্ষণ না দল থেকে বের করা যাচ্ছে ততক্ষন কিন্তু দল শুদ্ধ হবে না। তিনি জানান মুসলিমদের উপর কিছু অবিচার হয়েছে কিন্তু তা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা এই সমস্ত লোকেরা।

যারা এখন পদের লোভে দল ছেড়ে বিজেপিতে যাচ্ছে। আজ সকালে ফুরফুরায় এসে মিম নেতা আসাউদ্দিন ওয়াসি আব্বাস সিদ্দিকের সঙ্গে বৈঠক করে জানান আগামী নির্বাচনে বাংলায় আব্বাস সিদ্দিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে মিম নির্বাচনে অংশ নেবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে ত্বহা সিদ্দিকী জানান বাংলায় মিম কিছইু করতে পারবে না কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনেক কাছ থেকে দেখেছি সেই উপলব্ধি থেকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সদা সচেষ্ট। বাংলার মানুষের জন্য অনেক কাজ করেছেন দল-মত নির্বিশেষে মানুষের জন্য অনেক উপকার করেছে, তিনি অভিযোগ করেন এই তৃণমূল দলের মধ্যে এখনও বহু মানুষ আছে যারা সকালে তৃণমূল রাতে বিজেপি করছে এদের থেকে সাবধানে থাকতে হবে এই সব মানুষেরই একাংশ আজ তারাই দল ছেড়ে চলে যাচ্ছে, এবং আরো যাবে। তাতে কিন্তু তৃণমূলের উপকার হবে।