এই মুহূর্তে জেলা

বাংলায় আব্বাস সিদ্দিকের সঙ্গে এম আই এম একযোগে কাজ করবে – আসাউদ্দিন ওয়াইসি।

হুগলি , ৩ জানুয়ারি:- রবিবার সকালে ফুরফুরা শরীফএ এসে আব্বাস সিদ্দিকের সঙ্গে সাক্ষাতের পর এম আই এম নেতা আসাউদ্দিন ওয়াইসি জানান এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় আব্বাস সিদ্দিকের সঙ্গে এম আই এম একযোগে কাজ করবে, এবং আব্বাস সিদ্দিকী যা সিদ্ধান্ত নেবেন তাতে আমার সমর্থন থাকবে। তাকে প্রশ্ন করা হয় যে এখানে আপনারা ভোট লড়াই করলে তৃণমূলের অভিযোগ বিজেপির সুবিধা হবে এর উত্তরে ওয়াসি সাহেব জানান জানান

যে গত লোকসভা নির্বাচনে এখানে বিজেপি ১৮ টা আসনে জিতলো তখন তো এমআইএম এখানে সেই ভাবে লড়াই করেনি তাহলে কি করে এই ফলাফল হল। তৃণমূলের বোঝা উচিত বর্তমানে একের পর এক নেতা তাদের দল ছেড়ে কেন চলে যাচ্ছে। বিহারের কথা উল্লেখ করে বলেন আমরা বিহারে ২০ টি আসনে লড়েছিলাম তার মধ্যে ৯টি আসন পেয়েছি। আরজেডি এবং কংগ্রেস জোট আমরা পাঁচটা সিট জিতেছি ৬ টি জিতেছে এনডিএ এবং আর বাকিগুলোর ফলাফল দেখা যাচ্ছে আমরা কিন্তু বিজেপির থেকে এ গিয়েছিলাম। সে ক্ষেত্রে কিভাবে বলা যায় যে আমরা বিজেপিকে সাহায্য করছি।