এই মুহূর্তে কলকাতা

স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য সামগ্রী বিক্রির জন্য পঞ্চায়েত দপ্তর একটি বিশেষ মার্কেটিং অ্যাপ চালু করেছে।

হাওড়া ,২৪ ডিসেম্বর:- স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য সামগ্রী বিক্রির জন্য পঞ্চায়েত দপ্তর একটি বিশেষ মার্কেটিং অ্যাপ চালু করেছে। নিউটাউনে আজ কলকাতা সরস মেলায় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই অ্যাপের উদ্বোধন করেন। তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর পণ্যগুলি সহজে বিক্রি ছাড়াও ক্রেতারা পণ্যগুলি সম্পর্কে জানতে ও পছন্দ করতে পারবেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে নিউটাউন মেলা মাঠে আজ থেকে শুরু হয়েছে কলকাতা সরস মেলা।

চলবে ৩রা জানুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পী, কারিগর এবং উদ্যোগীদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। এরাজ্যের প্রতিটি জেলা এবং দেশের প্রায় ১৬টি রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী এবছর এই মেলায় অংশ নেবে। মোট ২৩৯টি স্টল থাকবে এবং দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া মেলা চলাকালীন সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন।