এই মুহূর্তে কলকাতা

সিঙুরে শিল্প পার্ক গঠনের ঘোষণা , কৃষি ও শিল্প হাত ধরাধরি করে চলবে-মুখ্যমন্ত্রী

কলকাতা , ২৪ ডিসেম্বর:- পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য রাজ্য সরকার আগ্রহপত্র আহবান করছে। আগামী সোমবার বিজ্ঞাপন দিয়ে দেশ-বিদেশের বন্দর নির্মাণে দক্ষ সংস্থাকে ৪ হাজার ২০০ কোটি টাকার এই গভীর সমুদ্রবন্দর প্রকল্প নির্মাণের জন্য আহ্বান জানানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের খুঁটিনাটি তৈরি করা হয়েছে। এইবার বিজ্ঞাপনের মাধ্যমে নির্মাতা সংস্থা কে বেছে নেওয়া হবে। উপযুক্ত নির্মাতা বেছে নেওয়ার পর এই বন্দর করার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের নিজস্ব ওই বন্দর প্রকল্পের জন্য কোন জমি অধিগ্রহণ করতে হবে না। যা তৈরি হলে রাজ্যে শিল্প বাণিজ্য এবং কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন ওই বন্দর কে কেন্দ্র করে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ এবং ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

এই বন্দর চালু হলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার আর্থিক ছবি বদলে যাবে। মুখ্যমন্ত্রী জানান, এই বন্দরের ফলে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি ও বর্ধমান থেকে লৌহ-ইস্পাত রফতানির পরিমান বৃদ্ধি পাবে। সঙ্গে মেদিনীপুরের সৈকত লাগোয়া এলাকা থেকে দূরপ্রাচ্য ও জাপানে সামুদ্রিক মাছ রফতানি বাড়বে। মুখ্যমন্ত্রী এদিন সিঙুরে একটি শিল্প পার্ক গঠনের ঘোষণা করেন। তিনি বলেন, সিঙুরে কৃষি ও শিল্প হাত ধরাধরি করে চলবে। সেজন্য সেখানে ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে কৃষিজ শিল্প পার্ক তৈরি করা হবে। যেখান থেকে কৃষকরা নিজেদের ফসল বিক্রি, প্রক্রিয়াকরণ ও রফতানি করতে পারবেন। সেজন্য সিঙুরে ১১ একর জমি ছোট ছোট প্লটে শিল্পপতিদের দেওয়া হবে। ছোট শিল্পপতিদের ১০ – ৩০ কাঠা ও বড় শিল্পপতিদের বড় জমি দেওয়া হবে। সেজন্য সিঙুর স্টেশনের কাছে জমি চিহ্নিত করে ঘেরার কাজও শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন । তবে কোনও প্রকল্পেই কৃষকের কোনও জমি অধিগ্রহণ করা হবে না বলে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করছেন।।