এই মুহূর্তে কলকাতা

তিন শীর্ষ আধিকারিকদের সরিয়ে দেওয়ার বিষয়টি নজিরবিহীন – মুখ্যমন্ত্রী।

কলকাতা ,২১ ডিসেম্বর:- জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনায় রাজ্য পুলিশের তিন শীর্ষ আধিকারিক কে সরিয়ে দেওয়ার বিষয়টি নজিরবিহীন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। তিনি বলেন সংবিধানে এর সংস্থান থাকলেও পশ্চিমবঙ্গের আগে অন্য কোন রাজ্যে এমনটা ঘটে নি।

একমাত্র জরুরি অবস্থার সময় রাজ্য কে এড়িয়ে এই ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন সাংবিধানিক ক্ষমতার গণ্ডির মধ্যে থেকেই কেন্দ্রীয় সরকার ওই তিন আধিকারিক কে ডেপুটেশনে পাঠিয়েছে। এতে বেআইনি কিছু নেই। মুখ্যমন্ত্রী আজ সেই দাবি খারিজ করে বলেন একমাত্র জরুরি অবস্থা বা অত্যন্ত জরুরি পরিস্থিতির সময়েই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়।কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।