এই মুহূর্তে জেলা

গোঘাটে আম্বেদকর এর মূর্তি উদ্বোধন করেন শ্রমমন্ত্রি মলয় ঘটক।

হুগলি , ১৩ ডিসেম্বর:- আমাদের দেশের সংবিধান রচনা করেছেন বি আর আম্বেদকর তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী, আজ হুগলির গোঘাটে বাবাসাহেব আম্বেদকর এর মূর্তি উদ্বোধন করতে এসেছিলেন পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রি মলয় ঘটক। মলয়বাবু জানান বৈচিত্র্যময় দেশ আমাদের ভারতবর্ষ। নানা ধর্মের নানা ভাষাভাষীর নানা পরিধানের মানুষ আমাদের দেশে বাস করেন। বাবাসাহেব আম্বেদকার যদি না থাকতেন তাহলে দেশ অটুট থাকতো না, তিনি সংবিধান রচনার করে সমস্ত মানুষকে সমান অধিকার দিয়েছেন।

সাংবিধানিক অধিকার দিয়েছেন যার ফলে আমাদের দেশে সব ধর্ম-বর্ণের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করে ।সঙ্গে মলয় বাবু জানান যে বর্তমানে কিছু মানুষ আমাদের দেশের সংবিধান কে লঙ্ঘন করছেন গন্ডগোল পাকাতে চাইছেন, সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আসুন আজ আমরা এই মহান সংবিধান প্রণেতার পাদদেশে দাঁড়িয়ে শপথ নিয়ে সংবিধান রক্ষার্থে আমরা সর্বতোভাবে সচেষ্ট থাকব, এবং যারা সংবিধানকে ভাঙতে চাইছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানুষ মজুমদার সহ বহু আইনজীবী এবং সাধারণ মানুষ।