এই মুহূর্তে কলকাতা

মুখ্যসচিব ও পুলিশের মহানির্দেশককে দিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য তলব।


কলকাতা , ১১ ডিসেম্বর:- বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনার যথাযথ তদন্ত করা হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে লেখা এক চিঠিতে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার দুই থানায় তিনটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। কালকের ওই হামলার ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের মহানির্দেশককে দিল্লিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য তলব করেছে। এরই প্রেক্ষিতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন। সেখানে আলাপন বাবু জানিয়েছেন জেপি নাড্ডা সহ অন্যান্য জেড ক্যাটাগরি নিরাপত্তা প্রাপকদের সুরক্ষায় রাজ্য সরকারের তরফে কোনো গাফিলতি ছিল না।

কনভয় এবং সভাস্থলের সুরক্ষায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। বাহিনীর উচ্চপদস্থ কর্তাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজ্য প্রশাসন সর্বত সতর্কভাবে বিজেপি নেতাদের সুরক্ষার ব্যবস্থা করেছিল। মূল কনভয়ে অন্য অনেক গাড়ি ঢুকে যাওয়ায় নিরাপত্তা দিতে সমস্যা হয়েছে বলে মুখ্যসচিব চিঠিতে উল্লেখ করেছেন। কারণ প্রশাসনের একমাত্র নিরাপত্তা প্রাপকদের সুরক্ষা দেওয়ার কথা। ঘটনার তদন্ত শেষ করে খুব শীঘ্রই সর্বশেষ রিপোর্ট দে ওয়া হবে বলে মুখ্য সচিব জানিয়েছেন। রাজ্য সরকার যেহেতু ইতিমধ্যেই ওই ঘটনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে তাই সোমবার সশরীরে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে তার ও রাজ্য পুলিশের মহানির্দেশক এর বৈঠক করা থেকে মুখ্যসচিব অব্যাহতি চেয়েছেন।