হাওড়া ,৯ ডিসেম্বর:- রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের 10 বছরের কাজের খতিয়ান তুলে ধরতে আজ দলের তরফ থেকে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে। কলকাতার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়,সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন প্রমুখ ওই রিপোর্ট কার্ড প্রকাশ করেন।
অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিগত 10 বছরে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার শিল্প কৃষি অর্থনীতি থেকে শুরু করে রাজ্যের সব শ্রেণীর মানুষের উন্নয়নে কাজ করেছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের সেই কাজ কে বিস্তারিতভাবে এই রিপোর্ট কার্ডে তুলে ধরা হয়েছে। আগামীকাল রাজ্যের সব কটি বিধানসভা কেন্দ্র থেকে এই রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে বলে তৃণমূল কংগ্রেস মহাসচিব জানিয়েছেন। সেগুলি মানুষের মধ্যে বিতরণ করা হবে।