ব্যারাকপুর , ৯ ডিসেম্বর:- হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাইয়ে দেবার নাম করে গৃহবধূকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে। জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর বারাকপুর বড়পোলের বাদিন্দা গৃহবধূ তার দাদুকে শারীরিক অসুস্থতার দরুন ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই মহিলার সঙ্গে পরিচয় ঘটে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের গাড়ি চালক বাপ্পা সরকারের সঙ্গে। হাসপাতালের একাধিক চিকিৎসকের সঙ্গে তার ভালো সম্পর্ক। তাই তাকে দাদুর চিকিৎসার জন্য সাহায্য করা যাবে। অভিযোগ, এরপর ওই যুবক হাসপাতাল কম্পাউন্ডের একটি ঘরে নিয়ে যায়।
সেখানে ওই মহিলাকে শ্লীলতাহানি করে ওই যুবক। যদিও ভয়ে ওই মহিলা পাঁচদিন হাসপাতালে আসেনি। মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। যদিও অভিযুক্ত যুবক এখনও অধরা। এই ঘটনা নিয়ে বারাকপুর পুর প্রশাসক ও রোগীকল্যান সমিতির সদস্য উত্তম দাস জানান যেই ঘরে এই ঘটনাটি ঘটেছে, সেখানে অসামাজিক কাজকর্ম চলতো। সেটা আগেই হাসপাতাল সুপারকে জানিয়েছি। তবে ঘটনায় অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি করছি। হাসপাতালে সুপার বলেছি ন্যায্য মূল্যে ওষুধের দোকানের স্টোর রুমটিকে সিল করে দিতে।