হুগলি ,৮ ডিসেম্বর:- হাওড়ার বালিতেও পোস্টার পড়ল রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে। বালিখাল, নিমতলায় ওই পোস্টার ব্যানার চোখে পড়ছে। পোস্টারে লেখা শীত-গ্রীষ্ম-বর্ষা রাজীবদা ভরসা। দিকে দিকে লাখে লাখে চাইছে মানুষ রাজীবদাকে। কাজের মানুষ কাছের মানুষ রাজীবদা মানেই আবেগ। পোস্টারের নিচে লেখা দাদার সমর্থকবৃন্দ। বালি বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় পোস্টার ঘিরে এবার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, এর আগে সোমবার সকালেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ফ্লেক্স দেখা গিয়েছিল হাওড়ায়। হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, কোনা এক্সপ্রেসওয়ে, ইছাপুর জলের ট্যাঙ্ক মোড়, নবান্ন এলাকা সহ বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখা গিয়েছিল। সেখানে কোথাও লেখা “আমরা দাদার কর্মী” আবার কোথাও লেখা “আমরা রাজীবপন্থী”, কোথাও লেখা ” আমরা দাদার সেবক”। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে লেখা “হাজার ভিড়ে একটাই নেতা” বা ” “অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে” ইত্যাদি। কে বা কারা শহরের বুকে এই ব্যানার লাগিয়েছে তা অবশ্য জানা যায়নি। এরপর বালিতেও রাজীবের নামে পোস্টার ব্যানার লাগানো হল।
Related Articles
করোনা ও পোলিও টিকাকরনা যাতে কোনো ঘাটতি না থাকে সে ব্যাপারে জেলা প্রশাসনকে সতর্ক করল রাজ্য।
কলকাতা, ১৮ জুন:- করোনা ও পোলিও টিকাকরণ কর্মসূচিতে যেন কোনও ফাঁক থেকে সে ব্যাপারে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছে। গতকাল জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এই মর্মে সতর্কবার্তা দিয়েছেন। প্রসঙ্গত,সম্প্রতি রাজ্যে পুনরায় পোলিও জীবাণুর সন্ধান মিলেছে। করোনা সংক্রমনের সংখ্যাও ফের একবার ঊর্ধ্বমুখী। এই পরিপ্রেক্ষিতে […]
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করলো স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ২৬ জুন:- ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। রাজ্য প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বেসরকারি টিকাকরণ শিবির নিয়ে মন্ত্রকের তরফে রাজ্যকে বাড়তি নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। কোথাও টিকাকরণ কেন্দ্র খুলতে গেলে জেলা প্রশাসনের […]
দিল্লিতে সাংবাদিকদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে, ধিক্কার মিছিলের ডাক কলকাতা প্রেস ক্লাবের।
কলকাতা, ৪ অক্টোবর:- নতুন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়া সাংবাদিকদের ওপর পুলিসের আগ্রাসী ও নির্যাতনমূলক আচরণের অভিযোগের প্রতিবাদে কলাকাতা প্রেস ক্লাব কলকাতায় মিছিল করবে। আগামি কাল ক্লাবের সামনে থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত ওই প্রতিবাদ পদযাত্রার আয়োজন করা হয়েছে। প্রেস ক্লাবের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দিল্লিতে বর্ষীয়ান ও প্রতিষ্ঠিত সাংবাদিকদের দিল্লি […]