এই মুহূর্তে জেলা

লকেট চ্যাটার্জীর দীর্ঘায়ু কামনা জানিয়ে সাংসদের জন্মদিন পালন হুগলিতে।

সুদীপ দাস , ৪ ডিসেম্বর:- লড়াইয়ের ময়দানে সাংসদ লকেট চ্যাটার্জীর দীর্ঘায়ু কামনা জানিয়ে সাংসদের জন্মদিনে হুগলি সাংগঠনিক জেলার মহিলা নেত্রী সিপ্রা ঘোষের নেতৃত্বে হোমযোগ্যে বসেন মহিলা ব্রিগেড। এদিন সকাল ১০টা নাগাত ব্যান্ডেল দেবানন্দপুরে একটি কালিবাড়ীতে হোমযোগ্যে বসেন মহিলার সেই যোগ্যে সামিল হতে উপস্তিত হন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাভাপতি গৌতম চ্যাটার্জী। এদিন এবিষয়ে বিজেপির জেলা সভাপতি বলেন জনগনের সুরক্ষার্থে সামনে বৃহত্তর লড়াই, সেই লড়াইয়ে আমাদের সাংসদের নেতৃত্বেই লড়বো আমরা তাই তার জন্মদিনে দির্ঘায়ু কামনা জানাতেই মহিলার হোমযোগ্য করেন। পাশাপাশি সাংসদের জন্মদিন উপলক্ষে জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউয়ের উদ্যোগে চুঁচুড়া সদর হাসপাতালের শিশুবিভাগে ফল-মিষ্টি বিতরন করা হয়। সবকটি কর্মসুচিতেই উপস্থিত ছিলেন দলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী।