কলকাতা , ৩ ডিসেম্বর:- রাজ্যের কোন উচ্চমাধ্যমিক পড়ুয়া যাতে অনলাইন ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত না হন নিশ্চিত করতে রাজ্য সরকার তাদের সকলকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ১৪ হাজার উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬ টি মাদ্রাসার মোট সাড়ে ৯ লক্ষ দ্বাদশ শ্রেণির পড়ুয়ার হাতে ট্যাব তুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। নবান্নে আজ তিনি বলেন করোনা এবং লকডাউনের কারণে স্কুলে গিয়ে ক্লাস করা কার্যত অসম্ভব। এদিকে সবার কাছে কম্পিউটার বা স্মার্ট ফোন কেনার সামর্থ্য নেই।
এবার সেই কথা ভেবে রাজ্যের সাড়ে ৯ লক্ষ স্কুল পড়ুয়াকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে বাড়ির অবস্থা যেমনই হোক, পড়াশোনা বন্ধ না হয়।এজন্য কত টাকা খরচ হবে, কোন সংস্থা বরাত পাবে তা দ্রুত সেরে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অন্য ক্লাসের পড়ুয়াদের কীভাবে সাহায্য করা যায় তা ভেবে দেখা হচ্ছে। সেক্ষেত্রে স্কুলে এরকম ডিভাইস বসানো যায় কিনা খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী।