ব্যারাকপুর , ২ ডিসেম্বর:- গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশ হাতে ধরা পড়ল দুইজন কচ্ছপ পাচারকারী। তাদের কাছ থেকে বস্তা বন্দি অবস্থা ৯২ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে নৈহাটি জিআরপি থানার পুলিশ। যার আনুমানিক বাজার মুল্য কয়েক লক্ষ টাকা। বুধবার সকালে উত্তর প্রদেশের সালানপুর থেকে ডাউন গোরক্ষপুর-কোলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসে চেপে দুই পাচারকারী কচ্ছপগুলিকে নিয়ে ব্যারাকপুরের উদ্দেশ্য পাচার করতে যাচ্ছিল। এদিকে গোপন সূত্রে সেই খবর পায় নৈহাটি জিআরপি থানার পুলিশ।
ট্রেনটি নৈহাটি স্টেশনে পৌঁছাতেই রেল পুলিশ ওই ট্রেনের কামরায় হানা দিয়ে দুই পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলেন। এদিকে ধৃত দুই ব্যক্তির কাছ থেকে পুলিশ ৩ টি বস্তায় ভর্তি ৯২ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে। এদিন নৈহাটি জিআরপি থানার পুলিশ উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বন দফতরের হাতে তুলে দেন। বন দফতর সূত্রে জানা গেছে,উদ্ধার হওয়া কচ্ছপগুলি ইন্ডিয়ান সফট সেল প্রজাতির। কচ্ছপগুলিকে কোথায় কি উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল,তা জানতে ধৃত পাচারকারীদের জিঞ্জাসাবাদ করছে রেল পুলিশ।