এই মুহূর্তে জেলা

হাওড়ায় ফের আক্রান্ত বিজেপি কার্যকর্তা।

হাওড়া, ১ ডিসেম্বর:- হাওড়ায় ফের আক্রান্ত বিজেপি কার্যকর্তা। ভোটার তালিকার কাজ সেরে বাড়ি ফেরার পথে স্থানীয় ওই বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল ডোমজুড়ের বাঁকড়া। মঙ্গলবার দুপুর নাগাদ ওই ঘটনাটি ঘটেছে বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের মিশ্রপাড়ায়। জখম অবস্থায় ওই বিজেপি নেতাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত শুক্রবার রাতে বাঁকড়ার পশ্চিমপাড়ায় বিজেপির স্থানীয় এক মণ্ডল সভাপতি সহ কয়েকজনকে মারধরের অভিযোগ তুলেছিল বিজেপি।

অভিযোগের আঙুল তোলা হয়েছে শাসকদলের আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, মঙ্গলবার ডোমজুড়ের চার নম্বর মণ্ডলের সম্পাদক প্রলয় সরকার ভোটার তালিকার কাজ সেরে ফেরার সময় মিশ্রপাড়ায় তাঁর উপর আক্রমণ হয়। এদিকে, বিজেপি’র হাওড়া জেলা সম্পাদক অজয় মান্না বলেন, শুক্রবার আমাদের মণ্ডল সভাপতি সহ কর্মীদের উপর যারা হামলা চালিয়েছিল, তারাই এই কান্ড ঘটিয়েছে। অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি এই ঘটনায় রাজনীতির কোনও যোগ নেই।