হুগলি , ৩০ নভেম্বর:- রাষ্ট্রপতি পুরষ্কার চুরির ঘটনায় চাঞ্চল্য সিমলাগড়ে। কাকার ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দূর্গাপুরে গিয়েছিলেন বাড়ি তালা দিয়ে। রাতে বাড়ি ফিরে দেখেন তালা ভেঙে আলামারি ভেঙে চুরি হয়েছে নগদ টাকা আর রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া সোনার মেডেল। পান্ডুয়ার বৈঁচী বাটিকা হাইস্কুলের অঙ্কের শিক্ষক রজত রঞ্জন ঘোষাল। অঙ্কের জন্য রাষ্ট্রপতি পুরষ্কার পান ২০০৫,২০০৯ সালে। তার বাড়ি সিমলাগড় শিরিষ তলায়। গতকাল বিয়ে বাড়ি গিয়েছিলেন দূর্গাপুরে। পান্ডুয়া থানায় অভিযোগ জানিয়েছেন শিক্ষক।