এই মুহূর্তে জেলা

আলুর দামে আগুন , দিন কয়েকের মধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে আসবে আশা আলু ব্যাবসায়ীদের।

হুগলি , ৩০ নভেম্বর:- মধ্যবিত্ত পরিবার থেকে উচ্চবিত্ত সকল মানুষের রান্না ঘরে আলু একটি খুবই প্রয়োজনীয় জিনিস।যে কোনো রান্নার পদে আলুর গুরুত্ব অপরিহার্য। আর সেই আলুর দামেই এখন আগুন। বাজারে আলু কিনতে গিয়ে হাতে ছেকা লাগছে মানুষের। আলু বাজারে বিকোচ্ছে ৪২ থেকে ৪৫ টাকায়। অস্বাভাবিক ভাবে আলুর দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। আলুর দাম কমাতে কোল্ড স্টোর গুলি খালি করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এরপর অবশ্য এদিন আশার কথা শুনিয়েছে সিঙ্গুরের আলু ব্যবসায়ীরা।

হুগলি জেলা সহ বিভিন্ন জায়গায় বেশিরভাগ আলু যায় সিঙ্গুর থেকে। এদিন সিঙ্গুরের আলু ব্যবসায়ীরা জানান কোল্ড স্টোর গুলি খালি করা শুরু হয়ে গেছে। দিন দুয়েকয়ের মধ্যেই আলুর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে। তবে রাজ্য সরকার যে ৩০ সে নভেম্বরের মধ্যে কোল্ড স্টোর গুলি খালি করার নির্দেশ দিয়েছে তা অবশ্য একদম সম্ভব নয় স্বীকার করে নিয়েছে কোল্ড স্টোর মালিকরা। তারা জানান এখনো অনেক আলু কোল্ড স্টোরে রয়েছে যেটা এত তাড়াতাড়ি খালি করা সম্ভব নয়। কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে আলুর দাম যখন এতটা বেড়ে যাচ্ছে তখন রাজ্য সরকারের উচিৎ ছিল আরো আগে এই বিষয়ে হস্তক্ষেপ করা।