কলকাতা এই মুহূর্তে

করোনা ভাইরাস আক্রান্তদের ওপর প্লাজমা থেরাপির পরীক্ষার রিপোর্ট আজ প্রকাশিত হলো।

কলকাতা , ৩০ নভেম্বর:- কলকাতায় করোনা ভাইরাস আক্রান্তদের ওপর কনভেলেসেন্ট প্লাজমা থেরাপির যে পরীক্ষা নিরীক্ষা চলছিল, তার রিপোর্ট আজ প্রকাশিত হলো। বেলেঘাটা আই ডি হাসপাতালে জনা ৮০ রোগীর ওপর এই পরীক্ষা চালিয়ে দেখা যায়, বেশ কয়েকজনের উপকার হয়েছে। তবে, ৬৬ বছরের বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে কোনো উপকার হয়নি। সব মিলিয়ে বিশেষজ্ঞদের মতে, একটা বড় অংশের রোগীর ক্ষেত্রে প্লাজমা থেরাপি কার্যকর। কিন্তু কোন রোগী উপকার পাবেন, সেটা বুঝেই এর প্রয়োগ করতে হবে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে এবং সিএসআইআরের আর্থিক সহায়তায় চলা এই গবেষণার নেতৃত্বে ছিলেন, কেন্দ্রীয় প্রতিষ্ঠানটির ইমিউনোলজিস্ট ড: দীপ্যমান গাঙ্গুলী। বড় ভূমিকা ছিল আই ডি হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাঃ যোগীরাজ রায় সহ চিকিৎসকদলেরও। কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের প্রধান ড: প্রসূন ভট্টাচার্যের তত্বাবধানে করোনামুক্ত রোগীদের প্লাজমা সংগ্রহ করা হয়।