এই মুহূর্তে কলকাতা

করোনা ভ্যাকসিন এর পরীক্ষামূলক ট্রায়াল’ শুরু করতে স্বেচ্ছাসেবক আহ্বান নাইসড এর।

কলকাতা , ৩০ নভেম্বর:- রাজ্যে করোনা ভ্যাকসিন এর পরীক্ষামূলক ট্রায়াল’ শুরু করতে মানুষের শরীরে সেই ভ্যাকসিন প্রয়োগ এর জন্য নাইসড এর তরফে স্বেচ্ছাসেবক আহ্বান করা হয়েছে। যাদের বাড়ি প্রতিষ্ঠানের সদর কার্যালয় থেকে দশ কিলোমিটারের মধ্যে তাদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করা হবে বলে নাইসে ডের তরফে জানানো হয়েছে। নির্বাচিত স্বেচ্ছাসেবকরা এক বছর তাদের বাড়ির ঠিকানা পরিবর্তন করতে পারবেন না বলে শর্তে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য দেশের মধ্যে যে ২৫ হাজার ৮০০ জনের শরীরে পরীক্ষামুলকভাবে করনা ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে কলকাতায় ইতিমধ্যেই এক হাজার টি নমুনা পাঠানো হয়েছে।

১৮ বছর বয়সের ঊর্ধ্বে থাকা স্বেচ্ছাসেবক দের প্রথমে দশমিক পাঁচ মিলিগ্রাম ডোজ দেওয়া হবে। এরপরে ২৮ দিনের মাথায় একই পরিমাণ ডোজ দেওয়া হবে বলে জানান হয়েছে। প্রসঙ্গত কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ইতিমধ্যেই স্বেচ্ছাসেবক হতে চেয়ে আবেদন জানিয়েছেন। শহরের প্রথম নাগরিক হিসেবে করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিচ্ছেন কলকাতা পুর নিগমের প্রশাসক ফিরহাদ হাকিম। চলতি সপ্তাহেই কোভ্যক্সিন টিকা নিচ্ছেন তিনি।তার শরীরে প্রয়োগের মধ্য দিয়েই কলকাতায় করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শুরু হবে। ফিরহাদ বলেন “মারণ এই করোনা ভাইরাস বহু মানুষের প্রাণ কেড়েছে। তাই এর সমাধান সূত্র বের করতে গিয়ে যদি প্রাণ দিতে হয়, আমি তাতেও রাজি। মানুষকে এভাবেও তো সেবা করা যায়।

”চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসকের কোনও কো-মর্বিডিটি নেই। অর্থাৎ হার্ট কিংবা ফুসফুস একেবারে স্বাভাবিক। কেবল সামান্য পেটের সমস্যা আছে। তবে তাতে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। দেশের যে ২৮টি সংস্থা ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্ব পেয়েছে, তার মধ্যে অন্যতম নাইসেড। দিন কয়েক আগেই নাইসেডের তরফে জানা গিয়েছিল, ডিসেম্বরেই কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়াল শুরু হবে। গোটা দেশে ২৫ হাজারেরও বেশি মানুষের উপর টিকা প্রয়োগ করা হবে। যার মধ্যে থাকবেন বাংলা এক হাজার জন। আর বুধবার তারই সূচনা করবেন ফিরহাদ হাকিম।