এই মুহূর্তে কলকাতা

করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯৩ দশমিক ২৩ শতাংশে পৌঁছেছে।

কলকাতা , ৩০ নভেম্বর:- দীর্ঘ গত কয়েক মাসের মধ্যে রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার আজ এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৬৭১ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৮৩ হাজার ৪৮৪ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ৫০ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৩০ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯৩ দশমিক ২৩ শতাংশে পৌঁছেছে। এই সময়ে আরও ৪৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৫ এবং কলকাতার বিভিন্ন হাসপাতালে ১২ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৪২৪ জন। যার মধ্যে ২ হাজার ৬০৮ জন কলকাতা ও এক হাজার ৯৮৮ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বর্তমানে ২৪ হাজার ২৯৮ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৩৮ হাজার ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫৮ লাখ ৭২ হাজার ৯৩৩ জনের নমুনা পরীক্ষা করা হলো।