এই মুহূর্তে জেলা

গত ২৪ ঘন্টায় মৃত্যুর ঘটনা না ঘটলেও রাজ্যে আরও ৪৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত -মুখ্যসচিব।

নবান্ন,হাওড়া,২৭ এপ্রিল:- গত ২৪ ঘন্টায় মৃত্যুর ঘটনা না ঘটলেও রাজ্যে আরও ৪৩ জন নতুন করে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে অধিকাংশই হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বাসিন্দা। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫০৪ জন এই রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে সাংবাদিকদের বলেন এখনো পর্যন্ত ১০৯ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এই সময়ে রাজ্যে ১হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে পাঁচ হাজার ৪৪৭ জন বিভিন্ন সরকারি কোয়ান্টাইণ কেন্দ্রে রয়েছেন। এই সময় রাজ্যে করণা আক্রান্ত ১৮ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন বলে মুখ্য সচিব জানিয়েছেন ।যেটা জাতীয় গড়ের সমান বলেও তিনি দাবি করেন। গত এক সপ্তাহে সন্ধানে অ্যাপের মাধ্যমে আশা কর্মীরা রাজ্যের তিন কোটি ৪০ লক্ষ বাড়িতে সমীক্ষা চালিয়েছেন বলে তিনি জানান। লক ডাউন এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কিছুটা ছাড় দিতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে এখনো পর্যন্ত ৪ হাজার ৩৭০টি আবেদনপত্র জমা পড়েছে বলে মুখ্য সচিব জানিয়েছেন ।যার মধ্যে সব দিক খতিয়ে দেখে ২ হাজার ৮৪টি আবেদন মঞ্জুর করা হয়েছে এবং ১ হাজার ৪৬৩টি আবেদনপত্র খারিজ করে দেওয়া হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.