নবান্ন,হাওড়া,২৭ এপ্রিল:- গত ২৪ ঘন্টায় মৃত্যুর ঘটনা না ঘটলেও রাজ্যে আরও ৪৩ জন নতুন করে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে অধিকাংশই হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার বাসিন্দা। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫০৪ জন এই রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মুখ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে সাংবাদিকদের বলেন এখনো পর্যন্ত ১০৯ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এই সময়ে রাজ্যে ১হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে পাঁচ হাজার ৪৪৭ জন বিভিন্ন সরকারি কোয়ান্টাইণ কেন্দ্রে রয়েছেন। এই সময় রাজ্যে করণা আক্রান্ত ১৮ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন বলে মুখ্য সচিব জানিয়েছেন ।যেটা জাতীয় গড়ের সমান বলেও তিনি দাবি করেন। গত এক সপ্তাহে সন্ধানে অ্যাপের মাধ্যমে আশা কর্মীরা রাজ্যের তিন কোটি ৪০ লক্ষ বাড়িতে সমীক্ষা চালিয়েছেন বলে তিনি জানান। লক ডাউন এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে কিছুটা ছাড় দিতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে এখনো পর্যন্ত ৪ হাজার ৩৭০টি আবেদনপত্র জমা পড়েছে বলে মুখ্য সচিব জানিয়েছেন ।যার মধ্যে সব দিক খতিয়ে দেখে ২ হাজার ৮৪টি আবেদন মঞ্জুর করা হয়েছে এবং ১ হাজার ৪৬৩টি আবেদনপত্র খারিজ করে দেওয়া হয়েছে।
Related Articles
শিক্ষক ও পুরসভার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়া সহজতর করতে উদ্যোগি রাজ্য।
কলকাতা, ১৭ জুলাই:- রাজ্যের শিক্ষক- শিক্ষাকর্মী এবং পুরসভার কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মী, পুরসভা-পঞ্চায়েত কর্মীদের প্রভিডেন্ট ফান্ড রাজ্য সরকারের আইএফএমএস পোর্টালের আওতায় আনা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বশাসিত সংস্থার কর্মীদের পিএফ পরিচালনার অনলাইন ব্যবস্থা চালু করতে রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি […]
মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে আজ বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।
কলকাতা ,২৮ জানুয়ারি;- কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে আজ বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল তরফে বিষয়টি সভায় উত্থাপন করা হলে বিরোধীরা হই হট্টগোলএ শুরু করে। বিজেপি সহ বিরোধীদের সঙ্গে সরকার পক্ষের নেতাদের তীব্র বাকযুদ্ধ শুরু হয়। কথা কাটাকাটি […]
দিঘাতে আবাসিক শিবির মহামেডান এর ।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ জানুয়ারি:- কলকাতা লীগ এ দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। সেখানে থেকে মিনি ডার্বি জিতে স্বপ্নের দৌড় লীগ জয়ের কাছে কাছে চলে আসা। এরপরে সিকিম গোল্ড কাপ জয়. এবার লক্ষ দ্বিতীয় ডিভিশন আই লীগে জিতে প্রথম ডিভিশন এ খেলা সেই লক্ষ নিয়ে অনুশীলন শুরু সাদা কালো ব্রিগেড এর। আর এবার আবাসিক শিবির দিঘাতে। বাঙালি এই […]