কলকাতা , ২৬ নভেম্বর:- বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে আজ কলকাতা লাগোয়া শহরতলীতে মিশ্র প্রভাব পড়েছে। সকাল থেকেই ধর্মঘট সমর্থকের দফায় দফায় রেল ও পথ অবরোধকে কেন্দ্র করে বেশ কয়েক জায়গায় উত্তেজনা ছড়ায়। অবরোধের কারণে শিয়ালদহের বিভিন্ন শাখায় রেল চলাচল ব্যহত হচ্ছেl শ্যামনগর ,চুঁচুড়া ,মধ্যগ্রাম ,ইছাপুরের মতো বিভিন্ন জায়গায় রেল ও পথ অবরোধের খবর পাওয়া গেছে। সেন্ট্রাল মেট্রো স্টেশনে ও ঢুকে পড়ার চেষ্টা করেন ধর্মঘটীরা। অন্য বেশ কয়েকটি মেট্রো স্টেশনের বাইরে জমায়েত চলছে। তবে এখনো পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক। রাজাবাজারে ধর্মঘটীরা বিক্ষোভ দেখিয়েছে।
যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে এ দিন রেল অবরোধ চলে। পাশাপাশি লেনিন সরণিতে জোর করে দোকান বন্ধের অভিযোগ উঠেছে। অশান্তি দেখা যায় বারাসাতে। লাঠিচার্জ করে ধর্মঘটীদের সরাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। এ দিকে প্রতিবারের মতোই ধর্মঘটে সরকারি কর্মীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক করে রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি ও বেসরকারি বাস পর্যাপ্ত পরিমাণে পথে নামায় ৫০ শতাংশ কর্মী নিয়ে চলা সরকারি দপ্তর গুলিতে হাজিরা প্রায় স্বাভাবিক। ধর্মঘটে যাতে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিশ্চিত করতে ৫ হাজার পুলিশকর্মী মোতায়েন করে রাজ্যপ্রশাসন।