এই মুহূর্তে জেলা

তৃণমূলের পতন শুরু , ব্যান্ডেল গুরুদুয়ারে দিলীপ।

হুগলি , ২৩ নভেম্বর:- চন্দননগর থেকে সোজা ব্যান্ডেল গুরুদ্বারে এসে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দলের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজ্য নেতা স্বপন পাল, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী, প্রাক্তন সভাপতি সুবীর নাগ, যুব সভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা। এদিন গুরুজিকে প্রনাম জানানোর পর বিজেপি নেতৃত্বদের সম্ভাষন জ্ঞাপন করা হয়। বাইরে বেড়িয়ে তিনি বলেন গুরুদেব ত্যাগ বাহাদুরজির জন্মতিথি ওনাকে শ্রদ্ধা জানাতে আর গুরুদর্শন করতে আমরা আজ এখানে এসেছিলাম। ৬০বছর পুরনো এই গুরুদ্বারা। বহু মানুষ এখানে আসেন। যেখানে বহু মানুষ আসেন শ্রদ্ধা-ভক্তি সহ সেখানে একটা শক্তি পাওয়া যায়।

মনের উপর তার প্রভাব হয়, কাজে উৎসাহ পাওয়া যায়। সম্ভব হলে আমরা যাই সবজায়গায়। আজকে আমি হুগলিতে এসেছিলাম। সেই সুযোগে ব্যান্ডেলের গুরুদ্বারে চলে এলাম। পাশাপাশি খেজুড়িতে তৃণমূলের পতাকা ছারা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর মিছিল প্রসঙ্গে তিনি বলেন এই নিয়ে আমার কি বলার আছে? এটা ওদের পার্টির ব্যাপার! তিনি বলেন আমার বিষয়টা নিয়ে চিন্তিত নই। এদিকে শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পর একদা মাও নেতা সৃষ্টিধর মাহাতোর নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া প্রসঙ্গে সবই টিএমসির ভিতরের ব্যাপার, মুসল কর্ম শুরু হয়েছে, দেখুন আরো কিছু দেখতে পাবেন!