এই মুহূর্তে জেলা

মুখ্যমন্ত্রী বিরসা মুন্ডার পর এবার পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি ঘোষণা করেছেন।

বাঁকুড়া , ২৪ নভেম্বর:- মমতা ব্যানার্জি বিরসা মুন্ডার পর এবার পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি ঘোষণা করেছেন। বাঁকুড়ার রবীন্দ্র ভবনে আজ এক প্রশাসনিক বৈঠকে জেলার মানুষরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না সে বিষয়ে আধিকারিকদের কাছে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, নেতাজি, বিরসা মুন্ডা, পঞ্চানন বর্মা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের নামে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় গড়েছে। পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা করার কথা অনেক দিন ধরেই পরিকল্পনায় ছিল। এবার তা রূপায়ণ করা হবে।

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী, বাগদি, বাউড়ি ও মতুয়া সাংস্কৃতিক বোর্ডের সদর দফতর কোথায় হবে এবং কারা এর দায়িত্বে থাকবেন তা ঠিক করে দেন। তিনি বলেন, বাউড়ি কালচারাল বোর্ডের সদর দফতর হবে বাঁকুড়ায়। বাগদি বোর্ডের সদর দফতর বর্ধমানে। ঠাকুরনগরে হবে মতুয়া বোর্ডের সদর দফতর। এর পাশাপাশি এদিন বাগদি ও বাউড়িদের উন্নয়নের জন্য ৫ কোটি টাকা, মতুয়াদের জন্য ১০ কোটি টাকা সহায়তা দেওবার কথাও জনান তিনি। তবে এদিন জেলার প্রশাসনিক আধিকারিকদের রাস্তা, পানীয় জল, তফসিলি জাতি-উপজাতি শংসাপত্র সহ সব ধরণের উন্নয়নের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন।