বাঁকুড়াঃ , ২৩ নভেম্বর:- করোনার টিকা বণ্টনের ব্যবস্থাপনা রাজ্যের হাতে তুলে নিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার এব্যপারে সম্পূর্ণ প্রস্তুত আছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।বাঁকুড়ায় সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে রাজ্য সরকার নিজেই টিকা কিনে তা মানুষের মধ্যে বিলি করতে পারে। শুধু কোন সংস্থার কাছ থেকে টিকা নেওয়া হবে কেন্দ্রীয় সরকারকে সে ব্যপারে নির্দেশ দিতে হবে।কোভিডের টিকা ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের এক দিন আগে মুখ্যমন্ত্রীর এহেন অবস্থান তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।তাদের দাবি সরকারি উদ্যোগে কোভিডের টিকা বণ্টন নিয়ে কেন্দ্রের নীতি রাজ্যে বিধানসভা ভোটের আগে বিজেপিকে সুবিধা করে দিতে পারে বলে আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী এই অবস্থান নিয়েছেন।
কিন্তু রাজনৈতিক স্বার্থে করোনার প্রতিষেধকের মত স্পর্শ কাতর বিষয়কে নিয়ে রাজনীতি করতে নামলে তাতে আখেরে সাধারণ মানুষেরই ক্ষতি হবে। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন কেন্দ্রের হাতে টিকার বিষয়টি ছেড়ে দিলে তা পেতে দেরি হতে পারে। রাজ্য সরকার যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোভিডের চিকিৎসা করতে পারি, তাহলে টিকাও দিতে পারে ।বিভিন্ন উৎসব নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিজেপির একের পর এক বিষোদগার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন্দ্রের শাসকদলকে এ প্রসঙ্গে বিঁধে মুখ্যমন্ত্রী এদিন বলেন,‘‘উৎসব নিয়ে মামলা করাই বিজেপির কাজ।’’ এরই পাশাপাশি নাম না করে বিজেপিকে দুষে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,‘‘নির্বাচনের আগে অনেকে এসে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। সতর্ক থাকুন।’’একুশের ভোট যত এগোচ্ছে রাজ্যের নির্বাচনী উত্তেজনার পারদ ততই বাড়ছে।
বাঁকুড়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময় রাজ্য সরকারের বিরুদ্ধে উৎসব পালনে বাধা দেওয়ার অভিযোগ এনেছে বিজেপি। এদিন সে প্রসঙ্গে কেন্দ্রের শাসকদলের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন,‘দুর্গাপুজো, ছটপুজো সব কিছু নিয়ে মামলা করা বিজেপির কাজ। এরাজ্যে সব উৎসব হয়। তাও ভোটের আগে দাঙ্গা লাগানোর চেষ্টা। অনেকে এসে ব্যাংকে টাকাও দেবে। ওটা আপনারই টাকা। টাকা নিন, কিন্তু ভোট দেবেন না।’’এদিন রাজ্যে কর্মসংস্থান ইস্যুতেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। লকডাউনের জেরে বহু মানুষের রুজি-রোজগারের সংস্থান অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকের চাকরি গেছে।
তাই পরিস্থিতি পর্যালোচনা করেই রাজ্যের বিভিন্ন প্রকল্পে কর্মরতদের কাজের মেয়াদ আরও বাড়িয়েছে সরকার। এদিনের সভায় এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা থেকেই আমআদমির নানা অসুবিধার কথা জানাতে দু’টি নতুন প্রকল্পেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ‘দুয়ারে-দুয়ারে সরকার’ এবং ‘কর্মই ধর্ম’ নামে দু’টি প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া কৃষি আইন নিয়েও আজ পুনরায় মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন । তাঁর অভিযোগ কেন্দ্রীয় নীতির কারণেই সবকিছুর দাম বাড়ছে । আগামী দিনে খাদ্য পণ্যের দাম আকাশ ছোঁবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন । কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে রাজ্যের আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে বলেও আজ আবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন।