হাওড়া , ২১ নভেম্বর:- স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আসা যুবক যুবতীকে হোটেলের বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিশ। হাওড়ার গোলাবাড়িতে চাঞ্চল্য। সন্দেহ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এরা।হাওড়া স্টেশন সংলগ্ন একটি হোটেলের ঘর থেকে ওই যুবক ও যুবতীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোলাবাড়ি থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কিটনাশক জাতীয় বিষ খেয়ে তাঁরা আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। এরা পূর্ব মেদিনীপুরের খেজুরির বাসিন্দা। হোটেল সূত্রের খবর, শুক্রবার সকাল ৬টা নাগাদ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে ঘর নেন তাঁরা। শনিবার সকাল থেকে তাঁদের কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেলের কর্মীদের সন্দেহ হয়।
বারেবারে দরজায় শব্দ করেও সাড়া না মেলায় গোলাবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে দরজা খুলে এদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যায় দুজনের অবস্থাই আশঙ্কাজনক। হোটেলের কর্মীরা জানান, শুক্রবার থেকে ঘরেই ছিলেন তাঁরা। শনিবার সকাল থেকে তাঁদের সাড়া শব্দ না পেয়ে কর্মীদের সন্দেহ হয়। সেই কথা হোটেলের মালিককে জানালে তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে তা তদন্ত করে দেখেছে পুলিশ।