এই মুহূর্তে কলকাতা

রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে।

কলকাতা , ২০ নভেম্বর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে তিন হাজার ৬২৬ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৪৯ হাজার ১৩১ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ১৫ হাজার ৬০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮৫০ জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে আজ স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই সময়ে আরও ৫০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৬ ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১০ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭ হাজার ৯২৩ জন। যার মধ্যে ২ হাজার ৪৮১ জন কলকাতা ও এক হাজার ৮৫৭ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২৫ হাজার ৫৯৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৫৪ লাখ ৩৪ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হলো।