হুগলি , ১৫ নভেম্বর:- করোনার ছোবলে বিপর্যস্ত পুজো পার্বণ থেকে সামাজিক আচার অনুষ্ঠান।স্বাস্থ্য সতর্কতায় এবারে নমো নমো করে পুজো সেরে আগামী বছরের জমকালো পুজোর প্রস্তুতি শুরু করে দিল রিষড়ার বারোয়ারী জগদ্ধাত্রী পুজো গুলি। বেশ কয়েকটি বারোয়ারী উদ্যোক্তাদের দাবি চন্দননগরের মতোই রিষড়ার জগদ্ধাত্রী পুজো ও বিসর্জনের শোভাযাত্রার আকর্ষণ রয়েছে। কিন্তু এবারের পুজোর পরিবেশ একেবারে ভিন্ন।তাই নমো নমো করে পুজো করে করোনা প্রতিরোধে সচেতনতার বার্তা দেওয়ার অঙ্গীকার করেছে বারোয়ারি গুলি। টিসি মুখার্জী স্ট্রীটের পুজো এবারে ৫০ বছরে পড়লেও সামনের বছর আড়ম্বরে পুজোর কথা ঘোষনা করেছে কমিটি। উদ্যোক্তা বলেন, এবারে কোন রকমে পুজো হচ্ছে।
ছোট পরিষরে পাখির বাসার মাধ্যমে মন্ডপ ফুটিয়ে তোলা হবে। করোনা ও লক ডাউনের জোড়া ফলায় পরিযায়ী শ্রমিকদের কর্মহীনতা ও সাধারণ মানুষের পরিযায়ীদের পাশে দাঁড়ানোর দৃশ্য দেখা যাবে নিউ তরুণ দলের মন্ডপে। পুজো কমিটির সম্পাদক শুভজিত সরকার বলেন, ৩৮ বছরের পুজোয় করোনা আবহে লক ডাউনে অসহায় পরিযায়ী শ্রমিকদের নানা জীবন সংগ্রামের ছবি প্রতিফলিত হবে মন্ডপে। সারদামাতা ফরয়ার্ড ক্লাবের উদ্যোক্তা দেবব্রত গঙ্গোপাধ্যায় বলেন, এবারে পুজো স্রেফ নিয়ম রক্ষার। আমরা সচেতনতা মূলক প্রচারে জোর দেব। কেননা আমরা যদি সচেতন ভাবে করোনার মোকাবিলা করি তাহলে আগামী বছরে নিশ্চিত ভাবে বড় পুজো করতে পারব।