এই মুহূর্তে কলকাতা

আর খুলবে না উদয়ণ পন্ডিতের পাঠশালা , আর বলবে না ফাইট কোনি ফাইট ! ৮৬ বছরে মৃত্যুর কাছে হার মানলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

কলকাতা , ১৫ নভেম্বর:- আর কোনদিন খুলবে না উদয়ণ পন্ডিতের পাঠশালা। হাতের মুঠি শক্ত করে ক্ষিতদা চোয়াল শক্ত করে বলবে না ফাইট কোনি ফাইট! কেননা কোভিডে আক্রান্ত হয়ে টানা চল্লিশ দিন হাসপাতালে শুয়ে ফাইট করেও ৮৬ বছরে মৃত্যুর কাছে হার মানলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিন তিনটে জাতীয় পুরস্কার ছাড়া পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কারে সমৃদ্ধ অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ সিনেমা ও নাট্য জগত। সাংস্কৃতিক জগতে নক্ষত্র পতনে শোকাতুর টলিপাড়া শেষ বারের মতো শিল্পীকে শ্রদ্ধা জানাতে ভিড় জমান টেকনিশিয়ান স্টুডিওতে।

অস্কার জয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিতের আইকন হলেও তপন সিনহা, মৃণাল সেন, তরুণ মজুমদারের পাশাপাশি অপর্ণা সেন ও নবীন প্রজন্মের ঋতুপর্ণ, শিব প্রসাদ, নন্দিতা রায়ের নির্দেশনায় কাজ করেছেন সাবলীল ভাবেই। নিজে সিনেমা পরিচালনা না করলেও মঞ্চ নাটকে অভিনয়ের পাশাপাশি মঞ্চ নাটকের নির্দেশনা দিয়েছেন দক্ষতার সঙ্গে। অসুস্থ হওয়ার আগে পর্যন্ত ফেরা নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সৌমিত্র। বামপন্থী মতাদর্শে বিশ্বাস করলেও শেষের দিকে বামপন্থীদের কাজকর্ম নিয়ে হতাশ ছিলেন। তবে প্রকাশ্যে কিছু বলেন নি। এ দিন অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।