এই মুহূর্তে জেলা

৩০ ভোরি সোনা ও ৫০ ভোরি রুপার গহনা দিয়ে সাজানো হয় মন্ডলাইয়ের পথের মাকে।

হুগলি , ১৫ নভেম্বর:- ৩০ ভোরি সোনা ও ৫০ ভোরি রুপার গহনা দিয়ে সাজানো হয় মন্ডলাইয়ের পথের মাকে। পান্ডুয়ার মন্ডলাই গ্রামে প্রায় ৪০০ বছর ধরে পথের মা নামে পুজো হয়ে আসছে মা কালী। শ্মশান কালী মায়ের উচ্চতা প্রায় কুড়ি ফুট। কথিত আছে মন্দিরের চারিপাশ শ্মশান ও ঘন জঙ্গলে ভর্তি ছিল। তার পাশ দিয়ে বয়ে গিয়েছিল বেহুলা নদী।সেই নদীর পাড়ে কোন এক কাপালিক বাস করতেন। ওই কপালি এক রাত্রের মধ্যে দীর্ঘাঙ্গী মূর্তি তৈরি করে, একই রাত্রের মধ্যেই তাকে বিসর্জন করতেন লোক চক্ষুর অন্তরালে। হঠাৎ এক বছর এক গৃহীলোক কাপালিকের ক্রিয়া-কলাপ দেখে ফেলেন। এরপর তাঁর হাতেই পূজোর সমস্ত কিছু সমর্পণ করে দিয়ে নিজে অন্তর্হিত হয়ে যান।

সেই সময় থেকেই উনি পুজো করে আসতেন ।সেই থেকেই পথের কালী মা হিসেবে পরিচিতি পায়। তবে মায়ের মাথার উপরে কোন আচ্ছাদন থাকে না। তবে ছাগ ছাঁচি কুমড়ো আখ বলি প্রথা রয়েছে। চিনি ও সন্দেশের নৈবেদ্য দেওয়া হয় মাকে। কিন্তু এবছর করোনার কারণে তা বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র বারোয়ারির পক্ষ থেকে ছাগ বলি করা হবে। এমনকি কোনো মানসিক পুজো গ্রহণ করা হবে না। অন্নকূটও বন্ধ রাখা হয়েছে। প্রতিবছর বহুদূর থেকে ভক্তের সমাগম ঘটে মন্দির চত্বরে ।কিন্তু এবছর করোনার কারণে তা বন্ধ রাখা হয়েছে। অন্যান্য বছর বিসর্জনে দিন মাকে বরণ করতে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে কিন্তু। এবছর তা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র ৭ জন মহিলা মিলে বরণ করবেন। পরে স্থানীয় একটি পুকুরে প্রতিমা নিরঞ্জন করা হবে।