এই মুহূর্তে খেলাধুলা

আইএসএল শুরুর আগে চোট লালরাম চুল্লোভার

স্পোর্টস ডেস্ক , ১৪ নভেম্বর:- হঠাৎই বড় ধাক্কা লাল হলুদ শিবিরে আইএসএল শুরুর আগেই গুরুতর চোট পেলেন লালরাম চুল্লোভা। আইজল এফসি র হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। খালিদ জামিলের অধীনে থাকা আইজল এফসির হয়ে আইলিগ ও জয়ের ও স্বাদ পেয়েছেন চুল্লোভা। তারপরই কার্যত খালিদ স্যারের হাত ধরেই কলকাতায় পদার্পন ধীরে ধীরে সমর্থকদের নয়নের মনি হয়ে ওঠেন চুল্লোভা। এই মনিপুরী খেলোয়াড় ডান দিকে আলেজান্দ্রো মেনেঞ্জেস গার্সিয়া র ও ভরসা হয়ে ওঠেন। তারপরই তাকে কার্যত ছিনিয়ে নেয় মোহনবাগান গত বছর। তবে সবুজ মেরুন জার্সি গায়ে তেমন একটা সুযোগ না পেলে ও তার ঝুলিতে কিন্তু দ্বিতীয়বারের জন্য আই লিগ টা চলে আসে।

এবারে কিন্তু ইষ্টবেঙ্গল তাকে ফিরিয়ে আনতে কোনোরকম চেষ্টার কসুর করেনি এবং লাল হলুদ কর্তারা সক্ষম ও হন তাকে ফিরিয়ে আনতে। ইষ্টবেঙ্গলের সদ্য আসা হাই প্রোফাইল কোচ রবি ফাওলার ও কিন্তু বেশ উচ্ছ্বসিত ছিলেন চুল্লোভা কে নিয়ে। কিন্তু চুল্লোভার চোট প্রাক মরসুম প্রস্তুতিতে বেশ ধাক্কা দিলো তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কিভাবে এই ধাক্কা সামলে ফাওলার তার দল পুনর্সংগঠন করেন এবং ইষ্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশা পুরন করেন।