এই মুহূর্তে খেলাধুলা

জিম্বাবোয়েকে ফের হারিয়ে সিরিজ চ্যাম্পিয়ন পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক, ২ নভেম্বর:- জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে জয়লাভ করল পাকিস্তান। সেইসঙ্গে তারা তিন ম্যাচের সিরিজ় নিজেদের পকেটে পুরে নিল। এই জয়ের ফলে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে তারা দ্বিতীয় স্থানে উঠে এল।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাক স্পিনার ইফতিকার আহমেদ প্রচারের সব আলো নিজের দিকে টেনে নেন। ১০ ওভারে ৪০ রান দিয়ে তিনি পাঁচটি উইকেট শিকার করেছেন। আর সেকারণেই ৪৫.১ ওভারে ২০৬ রানের মধ্যেই গুটিয়ে যায় জ়িম্বাবোয়ে দল। এই ম্যাচে অভিষেক হয় ২০ বছর বয়সি পাকিস্তানের তরুণ পেসার মহম্মদ মুসার। তিনি প্রথম ম্যাচেই ২১ রানে জোড়া উইকেট শিকার করেছেন।

এই  ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম ৭৭ রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসের দৌলতেই পাকিস্তানের জয়ের রাস্তা আরও মসৃণ হয়ে যায়। পাশাপাশি ১ রানের জন্য নিজের হাফ সেঞ্চুরি পূরণ করতে পারলেন না ইমাম-উল-হক। ইতিপূর্বে ২৬ রানে রাওয়ালপিন্ডিতে প্রথম একদিনের ম্যাচে জয়লাভ করেছিল পাকিস্তান। আগামীকাল তৃতীয় একদিনের ম্যাচ খেলা হবে। তারপর শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ়। আগামী ৭ থেকে ১০ নভেম্বর এই সিরিজ়ের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা ম্যাচই রাওয়ালপিণ্ডিতে খেলা হবে বলে জানা গেছে।